মোঃ আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামে শনিবার উপজেলা প্রশাসন, বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা
উপজেলা প্রশাসনের উদ্যোগে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল রাজিব ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা ও বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বক্তব্য রাখেন।
এ সময় অতিথিগণ সম্মিলিত কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শনী উপভোগ করেন।
সান নিউজ/এমকেএইচ