রহমত উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): দ্বিতীয় ১২০টি কচ্ছপের বাচ্চা প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সৈকতে অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকেলে মেরিন পার্ক হ্যাচারি এলাকায় সাগরে ছেড়ে দেওয়া হয় বাচ্চাগুলো।
আরও পড়ুন: ছুটির দিনে ফাঁকা শহরের পথঘাট
এ সময় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) সুপারভাইজার মাহে আলম সোহাগ, পরিবেশ অধিদপ্তরের কর্মী আবদুল আজিজ উপস্থিত ছিলেন।
নেকম-এর সুপারভাইজার মাহে আলম সোহাগ জানান, আজকে ১২০ বাচ্চা কচ্ছপ সৈকতে অবমুক্ত করা হয়েছে। এর আগে ৬০টি বাচ্চা কচ্ছপ অবমুক্ত করা হয়েছিল। চলতি বছরে দ্বিতীয়বারের মতো কচ্ছপ অবমুক্ত করা হলো। সামনে মৌসুমে আরও বাচ্চা কচ্ছপ অবমুক্ত করা হবে।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নদীর স্বাধীনতা দাবি
তিনি আরও জানান, এর আগে ৮৬০টি দ্বীপের সৈকত থেকে ডিম সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তরের হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছিল।
সান নিউজ/এমকেএইচ