এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠিতে নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সূর্য্যদয়ের সাথে সাথে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেছে প্রশাসনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নদীর স্বাধীনতা দাবি
অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঝালকাঠি জেল কন্টিনজেন্ট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লসগাইড প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা, গার্লস ইন স্কাউট, শিশু পরিবার এবং প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। অন্যান্য আয়োজনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, হা-ডু-ডু প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ছুটির দিনে ফাঁকা শহরের পথঘাট
এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সকল ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা, শিশুদের চিত্রাংকন ও দেশাত্ববেধক আবৃতি প্রতিযোগিতাসহ নানান অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছিলো। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ শহরকে সাজানো হয়েছিলো বর্ণিল সাজে।
সান নিউজ/এমকেএইচ