সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ভালুকা উপজেলায় উদযাপন করা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শনিবার (২৬ মার্চ) ভোর ৬টা ১ মিনিটে তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।
আরও পড়ুন: হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভালুকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা। এরপর বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপজেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত এবং বে-সরকারি ভবনে (স্ব-স্ব প্রতিষ্ঠানে) জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে ভালুকা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন।
আরও পড়ুন: দরগায় গেলেন যশ-নুসরাত
কুচকাওয়াজে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি অংশগ্রহণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শনী করেন। এরপর একই স্থানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও স্বাধীনতা দিবসকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
সান নিউজ/এমকেএইচ