গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস
গাইবান্ধা জেলা প্রশাসক মো.অলিউর রহমানের নির্দেশে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এর নেতৃত্বে গত বুধবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট সমুহ উচ্ছেদ ও দখলমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাহমুদ আল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহসহ পুলিশ কর্মকর্তা।
জানা যায়, দীর্ঘ এক যুগধরে উপজেলার বেলকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট নিমার্ণ করে ব্যবসা চালিয়ে আসছিল এলাকার কতিপয় মানুষ। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে গাছের গুড়ি ও ট্রাক্টর গাড়ি পার্কিং করে রাখা হত। সে কারণে দীর্ঘদিন থেকে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়ে আসছিল।
আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, দীর্ঘদিন থেকে বেলকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় স্থানীয়রা দোকানপাট নিমার্ণ করে ব্যবসা চালিয়ে আসছিল। বহুবার দোকানপাট সরানোর জন্য তাগাদা দেয়া হলেও তারা দোকানপাট সরিয়ে নেয়নি।
বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হলে, কর্তৃপক্ষের নির্দেশে গত বুধবার অবৈধ স্থাপনা উচ্ছদ ও দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ বলেন, স্বাস্থ্য কেন্দ্রের জমিতে অবৈধভাবে জমি মালিক ও স্থানীয়রা ব্যবসা প্রতিষ্ঠান নিমার্ণ করে ব্যবসা চালিয়ে আসছিল।
আরও পড়ুন : লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে
গত বুধবার জেলা প্রশাসকের নির্দেশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট সমুহ উচ্ছেদ ও দখলমুক্ত করা হয়।
সান নিউজ/এইচএন