পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে লেম্বুরবন পয়েন্ট এলাকায় শুক্রবার (২৫ মার্চ) দুপুর ৩টার দিকে ফের ভেসে এসেছে বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ।
ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে সামুদ্রিক এ প্রাণীটির মৃত্যু হয়ে থাকতে পারে। কচ্ছপটির ওজন ২৫-৩০ কেজির মধ্যে। কচ্ছপটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: এক দিনে করোনায় আক্রান্ত ৫ হাজার
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সমুদ্র থেকে মৃত কচ্ছপটি ভেসে এসে সৈকতের বালিয়াড়িতে আটকা পরে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে ব্লু গার্ড ও ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, দুপুরে আমরা জানতে পেরে টিম নিয়ে ঘটনাস্থলে যাই। কচ্ছপটির উপরের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে কচ্ছপটি দুই এক দিন আগে মারা গেছে। সামুদ্রিক এই প্রাণীটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
সাননিউজ/জেএস