কক্সবাজার প্রতিনিধি: সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজার জেলার উখিয়ার ছেপটখালী সমুদ্র উপকূল থেকে নারী ও শিশুসহ ৫৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় দুই পাচারকারীকে আটক করার হয়।
শুক্রবার (২৫ মার্চ) ভোরে তাদের উদ্ধার করা হয়। র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সমুদ্রপথে কিছু লোকজনকে মালয়েশিয়া পাচারের খবরে র্যাবের একটি দল অভিযান চালায়।’
আরও পড়ুন: নিরাময় কেন্দ্রের কর্মকর্তা খুন
‘একপর্যায়ে গভীর সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে জব্দ করা হয়। এসময় ট্রলারটির ডেকের নিচে বিশেষ কায়দায় জিম্মি করে রাখা অবস্থায় ৫৭ জন রোহিঙ্গা এবং একজন স্থানীয় নাগরিককে উদ্ধার করা হয়। আটক করা হয় দুই পাচারকারীকে।’
সাননিউজ/জেএস