সারাদেশ

ফরিদপুর জেলা পুলিশকে টেকনো মিডিয়িার ৫০ শতাংশ জমি দান

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুর জেলা পুলিশকে তদন্ত কেন্দ্র চালুর জন্য স্থাপনাসহ ৫০ শতাংশ জমি দান করেছেন টেকনো মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সদস্য ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি।

আরও পড়ুন: অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আলিমুজ্জামানের হাতে জমির রেজিস্ট্রি দলিল হস্তান্তর করেন তিনি।

জানা গেছে, ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নটি বোয়ালমারী উপজেলার অন্তর্গত ছিল, বছর দুয়েক আগে ইউনিয়নটিকে সদর উপজেলার অন্তর্গত করা হয়। এই চাঁদপুর ইউনিয়নের একটি গ্রাম ধোপাডাঙ্গা। দানকৃত জমি ও স্থাপনার অবস্থান এই ধোপাডাঙ্গা গ্রামে। স্থানটি কোতয়ালী থানা থেকে বেশ দূরে এবং দুই উপজেলার সীমানা সংলগ্ন এলাকায় হওয়ায় সেখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের। নানা জটিলতায় পুলিশের পক্ষ থেকে ফাড়ি দেয়া সম্ভব হয়নি। সেই ফাঁড়ি নির্মাণের লক্ষেই পুলিশকে স্থাপনাসহ জমি দান করলেন ওই গ্রামের সন্তান শিল্পপতি জীবন দেবনাথ।

ড. যশোদা জীবন দেবনাথ বলেন, ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের জন্য ৪ কোটি টাকা দামের আমার নিজের জমি আজ জেলা পুলিশকে রেজিস্ট্রি করে দিলাম। স্থাপনাও করে দিয়েছি। ফাঁড়ি অনুমোদন হলে প্রয়োজনীয় আসবাবপত্রও দেয়া হবে।

আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে সেনা পাঠাচ্ছে ন্যাটো

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে। বর্তমানে ফাঁড়ি অনুমোদন দেয়া হয় না, তাই ওই জমিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র চালু করা হবে, যা কোতয়ালী থানার নিয়ন্ত্রণে থাকবে।

তদন্ত কেন্দ্র থেকে সাধারণ মানুষ সকল ধরনের সহযোগিতা পাবেন, শুধু মাত্র মামলা দায়ের করা ছাড়া। জমির দলিল হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ইমদাদ হোসেনসহ পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা