নিউজ ডেস্ক:
ওয়ারীর রেড জোন লকডাউন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। শনিবার (২৭ জুন) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি একথা জানান।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু এলাকায় রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। ঢাকা মহানগরীরর ওয়ারীর নির্ধারিত এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক লকডাউন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পূর্ব রাজাবাজার এখনও লকডাউন আছে। স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে যেখানে যেমন প্রযোজন তেমনভাবেই রেড জোন বাস্তবায়নের কাজ চলমান আছে।’
নাসিমা সুলতানা বলেন, ‘জোন বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নেতৃত্বে একটি পরামর্শক কমিটি অব্যাহত কাজ করছে। রেড, ইয়েলো বা গ্রিন জোন একটি চলমান প্রক্রিয়া যা নির্ধারণ করা হয় সংক্রমণ বিস্তারে সর্বাধিক, মাঝারি ও কম ঝুঁকির ওপর নির্ভর করে। জোনিং পদ্ধতি স্থায়ী কোনও বিষয় না। কাজেই স্থায়ীভাবে কোন এলাকাকে রেড জোন ঘোষণা বা বাতিল করা হয়নি।’