আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুরে লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুন: কাউকে চিনতে পারছেন না আনোয়ারা
বুধবার (২৩ মার্চ) দুপুরে ভবনটির উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল, সহকারি প্রকৌশলী তারিক লতিফ, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।
আরও পড়ুন: পটুয়াখালীতে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু জানান, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় চারতলা ভিত্তির একতলা ভবনটি প্যাকেজ প্রকল্পে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এতে করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আর শ্রেণি সংকট হবে না।
সান নিউজ/এমকেএইচ