বিভাষ দত্ত, ফরিদপুর: করোনাকালীন সময়ে প্রণোদনা টাকা না পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে করোনাকালীন প্রনোদনার টাকা না পেয়ে নার্সদের দ্বারা অবরুদ্ধ করে রাখা হয়।
আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
বুধবার (২৩ মার্চ) সকাল ১০.৩০ থেকে ১১.২০ মিনিট পর্যন্ত হাসপাতালের পরিচালককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরর্তীতে প্রনোদনার অর্থ প্রদানের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
জানা গেছে, ইতিপূর্বে চলতি অর্থ বৎসরে ১.৬০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছিল। কিন্তু সম্প্রতি উক্ত টাকা থেকে ১.০০ কোটি প্রত্যাহার করে নেয়। বিষয়টি জানতে পেরে নার্সরা ক্ষুব্ধ হয়ে পরিচালক কে অবরুদ্ধ করে।
আরও পড়ুন: পটুয়াখালীতে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
হাসপাতালের পরিচালক জানিয়েছেন, ইতিমধ্যে উক্ত প্রত্যাহার কৃত অর্থ পুনরায় বরাদ্দ দেওয়ার জন্য পত্র প্রেরণ করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়।
সান নিউজ/এমকেএইচ