দেলোয়ার হোসেন, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল দিয়ে পথরোধ করে প্রাইভেটকার আরোহীর ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিএনপির স্বারকলিপি প্রদান
সোমবার (২১ মার্চ) রাতে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়। আসামিরা হলো- মাহমুদুল হাসান রায়হান, মোঃ মিনহাজ আলী, মোঃ উজ্জল মিয়া, ভগ্নিপতি মোঃ ওয়াহিদ আলী, ও প্রাইভেটকার চালক মোঃ সেলিম জাহান।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ডাকাত দলটিকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় আঞ্চলিক মহাসড়কের খুরশিদ মহল ব্রীজ এলাকায় গত রোববার দুপুরে দুটি মোটরসাইকেলে ৫ জন ডাকাত একটি প্রাইভেটকারের গতিরোধ করে।
খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে প্রাইভেটকারটির ভেতরে থাকা কিশোরগঞ্জ সদরের বাবুল মিয়ার ১৩ লাখ টাকা নিয়ে যায়। বাবুল টাকা নিয়ে পাগলা এলাকা থেকে একটি প্রাইভেটকার কিনতে যাচ্ছিলেন।
সান নিউজ/এনকে