জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী রেলস্টেশন এলাকার রাস্তায় সন্তান প্রসব করার পর নবজাতকসহ তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আরও পড়ুন: ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ ইকবাল হোসেন ভূইয়া বলেন, মা ও তার নবজাতক ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছে। ওই নারী মাসসিক ভারসাম্যহীন। তিনি স্বাভাবিকভাবে বলতে পারেন না।
ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’র সভাপতি মঞ্জিলা আক্তার মিমি বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে ফেনীর প্রবীণ এক সাংবাদিকের ফোন পেয়ে দ্রুত ফেনী রেলওয়ে স্টেশনে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি একজন মানসিক ভারসাম্যহীন মহিলা একটি ছেলে শিশু প্রসব করেছে। কিন্তু মহিলার পরিবারের কোন খোঁজ পাওয়া যায়নি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী হাসপাতালে ভর্তি করিয়েছি। বাচ্চা এবং মা দুজন সুস্থ আছে।
আরও পড়ুন: সয়াবিন ও সূর্যমুখী চাষের নির্দেশ
তিনি আরও বলেন, ‘আমি লজ্জিত। ২০২২ সালে এসেও আমাদের দেখতে হয় পাগলীটি মা হয়েছে, বাবা হয়নি কেউ। এ দায় কার? পুরুষ নামে নরপশুদের কামনা চরিতার্থের দায়ে সভ্যতা আজও মুখ লুকিয়ে কাঁদে।
মঞ্জিলা আক্তার মিমি আরও বলেন, ফুটফুটে নবজাতক শিশুটির নাম রাখা হয়েছে মোহাম্মদ আবান আবদুল্লাহ্। মানসিক ভারসাম্যহীন প্রসূতি নারী ও তার নবজাতক শিশুটি আপাতত সহায় সংগঠনের তত্বাবধানে থাকবে।
সান নিউজ/এমকেএইচ