মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা থেকে ২৬ বছর পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত আসামি জাকির হোসেনকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গান শুনাতে চান জববার
এর আগে রোববার ( ২০ মার্চ ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. জাকির হোসেন ওই গ্রামের মৃত আব্দুস কুদ্দুস মিয়ার ছেলে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই অনিল চন্দ্র বলেন, মিরপুর থানার মামলা নাম্বার ৫২(১২)৯৫ এবং ঢাকা অতিরিক্ত দায়রা জজ স্পেশাল ট্রাইব্যুনালের মামলা নাম্বার ১৭০/ ১১ নাম্বার মামলার আসামি জাকির হোসেন দীর্ঘদিন বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল।
আরও পড়ুন: ১৩৩ যাত্রীসহ চীনে বিমান বিধ্বস্ত
আরও বলেন, ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সিরাজদীখানের ডাকাতিয়া এলাকার তার পৈত্রিক বাড়ি হতে গ্রেফতার করা হয়। আমরা জানতে পেরেছি এক সময় সে খুব দাপুটে লোক ছিল এখন তার বয়স হয়েছে। কয়েকদিন আগেও সে অন্য লোকের মাধ্যমে একটি হত্যা মামলার রিকল আমাদের থানায় জমা দিয়ে গেছে। তবে তার বিরুদ্ধে আমাদের থানায় কোন সাজা পরোয়ানা নেই।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে মিরপুর থানার মামলা নং ৫২(১২)১৯৯৫ এর গ্রেফতারি পরোওয়ানা ভুক্ত পলাতক আসামী জাকির হোসেনকে গ্রেফতার করি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ