মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : দুর্ঘটনার পর মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রোববার (২০ মার্চ) দুপুর ২ টা ১০ মিনিটে দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের লাইটার শীপ এম.ভি রূপশী -৯ এর ধাক্কায় ডুবে যায় মুন্সীগঞ্জগামী এম.এল আফছার উদ্দিন লঞ্চ।
আরও পড়ুন : বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পায়রা যাচ্ছেন প্রধানমন্ত্রী
এরপর মুন্সীগঞ্জ লঞ্চঘাট হতে বিকেল ৩ টায় এম.এল দারাশিকো ছেড়ে যায়। তারপর মুন্সীগঞ্জ বা নারায়ণগঞ্জ থেকে আর কোন লঞ্চ চলাচল হয়নি। এতে যাত্রীরা পরেছে বিপাকে। অনেকেই বিকল্প পথে ঘাট থেকে ফিরে যেতে দেখা গেছে।
মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়ার বাসিন্দা রাজু জানান, আমি নারায়ণগঞ্জ যাওয়ার জন্য লঞ্চঘাটে আসছি। এখন লঞ্চ বন্ধ আমার জানা ছিল না। জানলে ঘাটে আসতাম না।
লঞ্চ বন্ধ থাকার বিষয়ে লঞ্চ মালিক আল-ইসলাল বলেন, দুর্ঘটনার পর লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কি কারণে বন্ধ রয়েছে তা বলতে পারছেন না।
আরও পড়ুন : ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে চীন
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের নৌ-ট্রাফিক ইন্সপেক্টর রাজিব চন্দ্র রায় বলেন, দুর্ঘটনার পরপরই উপরের নির্দেশে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
সান নিউজ/এইচএন