সাননিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রোববার (২০ মার্চ) দিবাগত রাত ৮টা ৫০ মিনিটে ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পরপরই তা বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকেই ঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সাননিউজ/জেএস