কুষ্টিয়া প্রতিনিধি: কোন ক্রমেই খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ।
রোববার (২০ মার্চ) কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মজুদদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ করার পর আবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য নতুন করে যুদ্ধে নামতে হবে এটা জানা ছিল না। কুষ্টিয়ার রশিদ সাহেবসহ ৫ জন বাংলাদেশের চালের বাজার নিয়ন্ত্রণ করেন। তাদেরকে বলব, আপনারা বসেন। আগামীকাল থেকে চালের বাজার দর যদি না কমে, আমরা যত ভালো কথাই বলি না কেন, আমাদের প্রশাসন কিন্তু তত ভালো থাকবে না, এটা আমার শেষ কথা।’
আরও পড়ুন: কল্যাণপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
তিনি আরও বলেন, ‘আমাদের মাঠ পর্যায়ে কে, কি করছে—তার আমরা কঠোর নজরদারি রাখছি। মন্ত্রী, সচিব ও ডিজি আমরা ইউনাইটেডলি সততার সঙ্গে, নিষ্ঠার সাথে দুর্নীতিমুক্ত থেকে কাজ করে যাচ্ছি। আমার মাঠ পর্যায়ে যারা আছে তারা যেন সাবধান হয়ে যায়। সাবধানতা ফসকে যদি ভুলবশত কিছু হয়, তাহলে তার নিজের দায় নিজেকেই বহন করতে হবে।’
সাননিউজ/জেএস