সারাদেশ

সৈকতে মৃত মাছের ঢল

সান নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলীতে এবার মরা মাছের ঢল দেখা গেছে। শনিবার (১৯ মার্চ) বিকেলে জোয়ারের ঢেউয়ে সৈকতের স্যান্ডি বিচ থেকে হ্যাচারি পয়েন্ট পর্যন্ত আধাকিলোমিটার এলাকায় এসব মৃত মাছ ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: কমলো সয়াবিন তেলের দাম

অনেকে মরা মাছের এ ঢলের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। পরে মরা এ মাছের উৎস নিয়ে ফেসবুকেও আলোচনা চলে। বালুচরে আটকে পড়া এসব মৃত মাছ কুঁড়াতে আশপাশের বাসিন্দারা বালিয়াড়িতে আসেন। তাদের সঙ্গে দর্শক হন পর্যটকরাও।

দরিয়ানগর এলাকার এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, বিকেলে হঠাৎ শুনতে পাই ঢেউয়ের সঙ্গে সামুদ্রিক এক প্রজাতির ছোট মাছ কূলে উঠে এসেছে। মৃত এ মাছগুলো কুড়াতে স্থানীয়রা ঝুড়ি নিয়ে সৈকতে আসেন। কলাতলীর বেলি হ্যাচারি থেকে স্যান্ডি বিচ পয়েন্ট পর্যন্ত মাছগুলো দেখা গেছে।

তিনি আরও বলেন, এর আগে মৃত তিমি উঠে আসতে দেখেছি। ঢেউয়ে ভেসে এসেছিল বিপুল পরিমাণ বর্জ্যও। কিন্তু একসঙ্গে এত সামুদ্রিক ছোট মাছ কেন মরলো তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।

টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ঢেউয়ের সঙ্গে মৃত মাছ ভেসে আসার খবর শুনলেও কোথা থেকে এসব মাছ ভেসে এসেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে জানানো হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের একটা টিম সমুদ্র তীরে গিয়ে মৃত মাছগুলোর নমুনা সংগ্রহ করেছে। সেগুলো পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে মাছগুলোতে কোনো সমস্যা দেখা যায়নি। এরপরও ফলাফল হাতে এলে জানা যাবে কী কারণে মাছগুলো মরলো।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৬ জনের লাশ উদ্ধার

তবে, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) ড. মো. খালেকুজ্জামানের মতে, ফেসবুকে ঘোরা মরা মাছের এ দৃশ্যটি কলাতলী এলাকার নয়। কারণ সৈকতের যে পয়েন্টের কথা বলা হচ্ছে তা লোকারণ্য থাকে। আর সেখানে মাছ উঠলে একসঙ্গে অনেক স্থানীয় মাছ ধরতে আসতো।

এখানে হাতেগোনা কয়েকজনকে দেখা গেছে। তাই এ চিত্রটি এখানকার বলে মনে হয় না। এরপরও আমার উপজেলা মৎস্য কর্মকর্তাকে সরেজমিন তদন্তের ভার দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে...

শেখ হাসিনার পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জ...

বৈশাখের শোভাযাত্রায় থাকছে ফিলিস্তিন নিয়ে গান

পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফিলিস্তিন নিয়ে গান গাওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা