সারাদেশ

ঠাকুরগাঁওয়ে টিসিবি কার্ড প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি হওয়ায় বাণিজ্য মন্ত্রনালয়ের আওতায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র মাধ্যমে জেলায় ফ্যামিলি কার্ডে মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য শুরু করা হয়েছে।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ২ জনের লাশ উদ্ধার

এদিকে, টিসিবির কার্ড দিতে সদরের ২১ নং ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে নগদ অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। অবশ্য ইউপি চেয়ারম্যান কার্ড লেখার খরচ বাবদ ১০ টাকা করে গ্রহণের কথা স্বীকার করেছেন।

জানা গেছে, ঠাকুরগাঁও সদরের ২২ টি ইউনিয়নের মধ্যে ২১ নং ঢোলারহাট ইউনিয়নে ৯১১টি পরিবারের মাঝে টিসিবি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এসব কার্ড গ্রহণে স্থানীয় মেম্বার ও মহিলা মেম্বারগণ সুবিধাভোগী ব্যক্তিদের ডেকে নিয়ে ২০০ থেকে ৫০০ পর্যন্ত টাকা গ্রহণ করে এসব কার্ড দিয়েছেন। স্থানীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি লিজা বিশ্বাসসহ অনেকে প্রতিটি প্রদানে টাকা গ্রহণের অভিযোগ তুলেন এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের মোবাইল ফোনে অভিযোগ করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, কাছে দলীয় দুস্থ ও দরিদ্র ১৯৮ জনের নামের তালিকা নেওয়া হলেও একটিও কার্ড তাকে দেওয়া হয়নি। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা টিসিবির কার্ড প্রদানে অর্থ গ্রহণের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

আরও পড়ুন: ইতিহাস বিকৃতিকারী কখনও ক্ষমা পাবে না

অবশ্য ২/১জন মেম্বার মাথাপিছু ১০ টাকা করে টাকা গ্রহণের কথা স্বীকার করলেও ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় টাকা গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি দলীয় লোকজনের তালিকারে বিষয়ে খুব শীঘ্রই সমন্বয় করা হবে বলে জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, টিসিবি কার্ড প্রদানের জন্য কোন সুবিধাভোগীর কাছ থেকে কোন প্রকার অর্থ গ্রহণ করা যাবে না। তবে কারও বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ঢাকার সঙ্গে চুক্তি করতে চায় ওয়াশিংটন

প্রথমদিনে সদর উপজেলার পৌরসভা, ঢোলারহাটসহ বেশ কিছু ইউনিয়নে কার্ডের মাধ্যমে ৪৬০টাকা প্যাকেজ মূল্যে ২ লিটার সোয়াবিন তেল, মসুর ডাল ২ কেজি, চিনি ২ কেজি দেয়া হয়। ঠাকুরগাঁও পৌরসভা চত্বরে উদ্বোধনের দিনে প্রথম ধাপে পৌরসভার ৫২৫ জন নিন্ম আয়ের মানুষের মাঝে এই পণ্য বিতরণ করা হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় ৯২হাজার ৬৮৮টি পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলা ৩৯ হাজার ৯২৫টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ হাজার ৭৭৬টি, রানীশংকৈলে ১৪ হাজার ৮৪০টি, পীরগঞ্জে ১৬ হাজার ৫৯৩টি ও হরিপুর উপজেলায় ৯ হাজার ৫৫৪টি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের কবল থেকে নিস্তার মিলছে না দিল্ল...

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

কাল গ্যাস থাকবে না যেসব এলাকায় 

নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর বা মেরাম...

অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক: দেশে চোখের যত্ন ও পরিষেবা সম্প্রসারণের জন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা