মো.নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও রমজান উপলক্ষে বিশেষ ট্রাকসেল উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল ১০ টার দিকে শহরের দক্ষিণ কোটগাঁও পতাকা একাত্তর প্রাঙ্গণ হতে ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন হয়।
আরও পড়ুন: আজিজ মোহাম্মদের বিরুদ্ধে পরোয়ানা
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ট্রাকসেল উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সোহেল রানা রানু, কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, মহিলা কাউন্সিলর পারভিন আক্তার।
যানা যায়, সরকারি ঘোষণায় দেশে ১ কোটি পরিবারের জন্য টিসিবির বিশেষ কার্ডে নিত্যপণ্যে ক্রয়ের ব্যবস্হা করা হয়েছে। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ পৌরসভায় টিসিবির ২ হাজার ৯৫০ টি কার্ড প্রদান করেছে। প্রতিকার্ডে ৪৬০ টাকার বিনিময়ে একজন কার্ডধারী ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মুশারীর ডাল প্যাকেজ নিতে পারছেন।
আরও পড়ুন: মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করছে সরকার
উদ্বোধনের পর পৌর মেয়র জানান, এখান থেকে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের ৫২৫ জনকে ২ কেজি চিনি, ২ কেজি মুশারীর ডাল ও ২ লিটার তেল টিসিবির নির্ধারিত মুল্যে ট্রাকসেলের মাধ্যমে দেয়া হচ্ছে।
সান নিউজ/এমকেএইচ