শফিক স্বপন, মাদারীপুর: ৩ দিনের ছুটি কাটাতে গ্রামের বাড়ি মাদারীপুর জেলার পাঁচখোলা এলাকার মহিষেরচর এলাকায় এসে বেড়িয়ে ঢাকা কর্মস্থলে ফিরে যাবার সময় সড়ক দুর্ঘটনায় তার আর কাজে যেগদান করা হলো না সেলিম শিকদারের (৪৫)।
আরও পড়ুন: ঢাকা-ওয়াশিংটন অংশীদারিত্ব সংলাপ শুরু
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ শ্রেণির কর্মচারী ছিলেন। মারাত্মক সেলিম শিকদার আহত গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (২০ মার্চ) ভোরে মারা যান।
নিহতের মামতো ভাই হাসান মাতুব্বর জানান, তিন দিনের ছুটি পেয়ে সেলিম তার স্কুটার নিয়ে গত বৃহস্পতিবার বাড়ি আসেন। শনিবার (১৯ মার্চ) দুপুরে তিনি কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। দুপুর সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচরের চান্দেরচর এলাকায় একটি বাঁশবোঝাই নছিমন তার স্কুটারকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: রুশ আগ্রাসনে শিশুসহ নিহত ২২৮
স্থানীয়রা তাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘আমি এ ঘটনার ব্যাপারে শুনিনি। তবে নিহতের পরিবার অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
সান নিউজ/এমকেএইচ