কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হওয়া বাংলাদেশি যুবক লিটন বিশ্বাসের মরদেহ ১৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
শনিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে মরদেহ ফেরত দেওয়া হয়। পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই শিপন বিশ্বাস মরেদহটি গ্রহণ করেন।
আরও পড়ুন:নকল সোনার মূর্তিসহ আটক ২
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ ভারতের পশ্চিমবঙ্গের নদীয় জেলার চর মেঘনা ক্যাম্পের ইনচার্জ এসি রাজেশ টিকে লাকরা।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ৫ মার্চ ভোর রাতে দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের গুলিতে লিটন বিশ্বাস নিহত হয়।
সাননিউজ/জেএস