কুষ্টিয়া প্রতিনিধি: দৌলপূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়িতে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক লালন স্মরণোৎসব শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আরও পড়ুন: জন্ম নিবন্ধন নিয়ে বাণিজ্য
কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহা. সাইদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা।
আলোচনা শেষে মূল মঞ্চে একাডেমির শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করেন।
এদিকে, আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হলেও বাউল ফকির ও সাধুরা শুক্রবার (১৮ মার্চ) দুপুরে পূর্ণসেবা গ্রহণের পর নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন।
সাননিউজ/জেএস