সান নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকায় সান ফেব্রিক্স নামে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:বাঙালিদের হাতে বাবাকে জীবন দিতে হয়েছে
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানায় তুলার গুদামে আগুন লাগে।
এ সময় মসজিদের মাইকে আগুন লাগার কথা প্রচার করা হয়। পরে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
সংবাদ পেয়ে সোনারগাঁ, ডেমরা, গজারিয়া ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন:জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরচিালক আব্দুল হালিম সংবাদ মাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রায় ৭০ ভাগ আগুণ নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যে পুরো আগুন নিযন্ত্রণে আসবে বলেও জানান তিনি।
সান নিউজ/এইচএন