নিজস্ব প্রতিনিধি:
বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা অতিক্রম করেছে। শুক্রবার দুপুর ১২টায় ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
এদিকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রায় দুই শতাধিক চর ও দ্বীপচরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নিমজ্জিত হয়েছে ফসল ও গ্রামীণ সড়ক।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, কুড়িগ্রামের শহর রক্ষা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সাম্প্রতিক সময়ে সংস্কার করায় এবার ধরলার পানি শহরে প্রবেশ করতে পারবে না। আর পানি বৃদ্ধি পাওয়ার ফলে নদী ভাঙনের মাত্রা কিছুটা কমেছে।
তিনি বলেন, কিছু ভাঙ্গণ কবলিত এলাকায় আমরা জরুরি ভিত্তিতে কাজ অব্যাহত রেখেছি।
জেলা প্রশাসক মো. রেজাউল করিম জানান, বন্যা মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এরইমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে ভাঙনের শিকার পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।
সান নিউজ/সালি