বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি: জাটকা মাছ রক্ষা পেলে বার মাস ইলিশ মেলে-এই শ্লোগানকে সামনে রেখে জাটকা আহরণ নিষিদ্ধাকারীন সময়ে (১নভেম্বর হতে ৩০জুন পর্যন্ত) জাটকা আহরণে বিরত জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: সৌদি ভিসা সহজীকরণের অনুরোধ
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় বুধবার (১৬ মার্চ) দুপুরে নর্থচ্যানেল ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করেন ফরিদপুর সদর উপজেলার সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান ও নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো: মোস্তাকুজ্জামান মোস্তাক।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোস্তফা, নান্নু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সদর উপজেলার সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান বলেন, সদর উপজেলার পদ্মানদীর নিকটবর্তী ইউনিয়নের প্রায় সাত শতাধিক জেলেদের প্রত্যেকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
সাননিউজ/এমআরএস