শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিরখাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে তৃতীয় লিঙ্গের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিলা (৩০), রুনা (২৫) ও রিজিয়া (৫৫) নামে তিনজন আহত হয়েছেন।
আরও পড়ুন: কানাডার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার শিরখাড়া ইউনিয়ের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রুনা সাংবাদিকদের বলেন, মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার বিভিন্ন এলাকায় দুটি গ্রুপে ভাগ হয়ে তারা কালেকশনসহ সামাজিক কর্মকান্ড করবেন। এজন্য আমরা তৃতীয় লিঙ্গের নারগিস ও শিলা গ্রুপে ভাগ হয়ে কাজ করি। কিন্তু গতকাল একটি বিবাহ অনুষ্ঠান চুক্তি না মেনে শিলা গ্রুপে এলাকায় ঢুকে কালেকশন শুরু করেন। এতে নারগিস গ্রুপ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকেলে শীলার বাড়ির ওপর হামলা করেন নারগিস ও তাদের দলের অন্যরা। এতে শিলা, রুনা ও রিজিয়া ( শিলার মা) আহত হন। তারা এ ঘটনায় মামলা করবেন বলে জানান।
অভিযোগ অস্বীকার করে নারগিস দাবি করেন, তিনি কাউকে মারধর করেননি। বরং শিলা ও তার মা রিজিয়া তাদের মারধর করেছেন।
আরও পড়ুন: ফের ট্রেন চালু করতে ভারতের চিঠি
শ্রীনদী পুলিশ ফারির আই সি নয়ন মিয়া বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সাননিউজ/এমআরএস