কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে জিআর মামলার এক আসামিকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম শাহিন খাঁন (৪০)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের সালাম খাঁনের ছেলে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের পর্দা উঠল
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় করা মামলায় শাহিন খাঁনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার এক দল পুলিশ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রামে অহিদ খানের বসতঘরে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আসা শাহিন খাঁন দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
আরও পড়ুন: হোসেনি দালানে বোমা হামলায় ২ জনের কারাদণ্ড
পুলিশ শাহিনকে আটক করে তল্লাশি করলে শাহিনের বুক পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করেন। ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদি হয়ে শাহিন খাঁনের বিরুদ্ধে মামলা করেন।
উল্লেখ্য, শাহিন খাঁনের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (ক) ধারায় ২০১৪ সালে করা একটি মামলার এজাহার নামীয় আসামি।
সান নিউজ/এমকেএইচ