বরগুনা প্রতিনিধি: অবশেষে মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ বরগুনায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে।
সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজারভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজের বাড়িতে পৌঁছায়। এসময় হাদিসুরের পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
আরও পড়ুন: লালপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
হাদিসুরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম লিটন বলেন, ‘মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় চেয়ারম্যান বাড়ির মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাদিসুরকে সমাহিত করা হবে।’
এর আগে, সোমবার দুপুর ১২টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
উল্লেখ্য, হাদিসুর রহমান গত ২ মার্চ ইউক্রেনে রকেট হামলায় আক্রান্ত হওয়া বাংলাদেশের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন।
সাননিউজ/জেএস