আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: তেল: দিনে ৮০ কোটি টাকা লোকসান
সোমবার (১৪ মার্চ) দুপুরে জেলা পরিষদ চত্বরে ২ হাজার ৬৩ জনের মাঝে ১০ কেজি করে চাল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রেজাউল করিম, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, শিউলি আক্তার, রোকসানা দীপ্তি, মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি জয়নাল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ আপনাদের পাশে দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে জেলা পরিষদের পক্ষ থেকে অনেক মানুষের সাহায্য সহযোগিতা প্রদান করা হয়েছে। আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে।
সান নিউজ/এমকেএইচ