মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় দায়ে চার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৩ মার্চ) উপজেলার শমসের নগর বাজার, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
আরও পড়ুন: তেলসহ গুদাম সিলগালা
মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ‘নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করাসহ বেশ কিছু অভিযোগে আজাদ এন্ড সন্সকে ৫ হাজার, রাফসান ফুডকে ১৫ হাজার, মেসার্স সুমি এন্টারপ্রাইজকে ২৫ হাজার ও মেসার্স বাবুল এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
সাননিউজ/জেএস