সারাদেশ
মুন্সীগঞ্জ চরাঞ্চলে সাবমেরিন ক্যাবল বসানো শুরু

এতোদিন স্বপ্ন ছিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: এতোদিন স্বপ্ন ছিল। মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের চরাঞ্চলে পদ্মা নদীর পাড় এলাকায় শুরু হয়েছে সাবমেরিন ক্যাবল বসানো। শনিবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে পদ্মার শাখা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল বসানোর কাজ ৷ চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন: নির্বাচন যেন অংশীদারিত্বমূলক হয়

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদ্মার শাখা নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কাজ শুরু করে।

বিআরইবির প্রজেক্টটি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে করানো হচ্ছে ক্যাবল বসানোর কাজ। যেখানে নদীর প্রসস্ততা বেশী সেখানে সাবমেরিন ক্যাবল বসানো হয় বলে জানা যায়।

বাংলাবাজারের পদ্মার শাখা নদীর তলদেশ দিয়ে যাবে ওপারের চরাঞ্চলের ৯ টি গ্রামে বিদ্যুৎ। নদীর প্রসস্ততা বেশী থাকলে, সেখানে সাবমেরিন ক্যাবল ব্যবহার করা হয় বলে জানায় বিদ্যুৎ বিভাগ।

এ বিষয়ে সাবমেরিন ক্যাবল সঞ্চালন প্রকৌশলী মো. রাজিবুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার পদ্মার শাখা নদীটির প্রসস্ততা বেশী হওয়ায় চরাঞ্চলের একাধিক গ্রামে বিদ্যুৎ সরবরাহের জন্য আমরা ক্যাবল নদীর তলদেশ দিয়ে নিচ্ছি। যেখানে নদীর প্রসস্ততা ৫০০ মিটারের বেশী থাকে, সেখানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরকার বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এটি হলো বিদ্যুৎতের পাওয়ার ক্যাবল।

আরও পড়ুন: ২৪ ঘণ্টা হাফপাসের দাবিতে বিক্ষোভ

চরডুমুরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের এজিএম ফারুকুল ইসলাম বলেন, পদ্মার শাখা নদীটি যেখানে পানি থাকে তা ২২৭ মিটার তীরে মাটির নিচে থাকবে ৭৩ মিটার। নদীর ৩০০ মিটারসহ এক কিলোমিটার সাবমেরিন ক্যাবল বসানো হবে। এতে পদ্মার ওপারের ৯ টি গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে।

এদিকে চর বানিয়াল গ্রামের কৃষক রোশন খাঁ (৬৫) বলেন, আমরা বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ পাড়ের বাসিন্দা। এখানে বিদ্যুৎ আসতাছে স্বপ্নের মতো লাগছে। এখন কেরসিন তেলের দাম বেশী। আমরা কৃষক মানুষ, কষ্টে জীবন যাপন করি। শেষ বয়সে বিদ্যুৎ দেখে যাবো ভাবতে পারি না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা