সান নিউজ ডেস্ক: অপহরণের ১২ দিন বেনাপোল থেকে হান্নান মৃধা (৩৭) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হান্নানকে ১ মার্চ তার শ্বশুরবাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে থেকে অপহরণ করা হয়।
আরও পড়ুন: মজুতদার নেতা হলেও ছাড় দেয়া হবে না
রোববার (১৩ মার্চ) সকালে বেনাপোল সীমান্তের বাইপাস সড়ক থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার আবুল হোসেন মৃধার ছেলে।
এদিকে হান্নান মৃধা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে স্বজন ও এলাকাবাসী। রোববার দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ করে তারা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১ মার্চ হান্নান নিখোঁজ হন। পরের দিন চাঁদপুর মডেল থানায় নিখোঁজের ডায়েরি করেন চাচাতো ভাই সজিব ও নুর আলম মৃধা। এরপর ৬ মার্চ একটি নম্বর থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আরও পড়ুন: ভালুকায় বানিজ্যিক ব্ল্যাক সোলজার চাষ
পরে টাকা নিয়ে বেনাপোলে আসতে বলা হয়। টাকা জোগাড় করতে দেরি হওয়ায় অপহরণকারীরা ৫০ হাজার টাকা দাবি করে। এলাকাবাসীর সহায়তায় ১১ মার্চ তাদের দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর অপহরণকারীরা নম্বর বন্ধ করে দেয়। রোববার (১৩ মার্চ ) বেনাপোল সীমান্ত এলাকায় হান্নানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হান্নানের ভাতিজা সাগর মৃধা বলেন, আমার কাকা সহজ-সরল মানুষ ছিলেন। তিনি বাড়ির পাশে এইচ এম টেলিকম নামে একটি দোকান চালাতেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, হান্নান তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর থেকে ফেরার পথে নিখোঁজ হয়। তার ব্যবহৃত নম্বর থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। কয়েকবার তারা জায়গা পরিবর্তন করে। মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়টি আমার জানা নেই।
সাননিউজ/এমআরএস