নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকল ও গ্যাস সিলিন্ডার বহনকারী পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে।
আরও পড়ুন: আবারও কমল মৃত্যু ও শনাক্ত
শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি মহাসড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বায়েজিদ (১৪), ইউসুফ (৩৩) ও হিরা (১৮) এবং আহতরা হলেন, মানিকসহ অঞ্জাত আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষক ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় রওনা দেয়।
এ সময় মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের পিছন থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা হিরা, মানিক ও বায়েজিদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু।
আরও পড়ুন: রুশ ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ
পরে বরিশাল নেয়ার পথে ইউসুফ ও হিরার মৃত্যু হয়।
দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, এ ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপসহ ড্রাইভার জহিরুল ইসলাম ও হেল্পার জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাননিউজ/এমআরএস