আমিরুল হক, নীলফামারী: নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪
শুক্রবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় শহরের আতিয়ার কলোনীস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জোবাইদুর রহমান মিন্টু।
সংগঠনটির সহ-সভাপতি শরিফুল ইসলাম সাজুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আকতারুজ্জামান, সতীর্থের সম্পাদক সারোয়ার রহমান, সাবেক সম্পাদক গোলাম রুবায়েদ মিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৬ লাখ
এর আগে বেলা সাড়ে ১১ টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে সংগঠনের সভপতি ও সৈয়দপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ নার্জিজ বানুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে মিলিত হয়।
সান নিউজ/এমকেএইচ