শফিক স্বপন,মাদারীপুর: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ- এ শ্লোগানকে সামনে রেখে ২০২১-২০২২ অর্থ বছরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবন যাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা হিসেবে মাদারীপুর পৌর এলাকার জেলেদের মাঝে খাদ্য শস্য বিতরণ করা হয়।
আরও পড়ুন:মশা নিধনে ডিএনসিসির বিশেষ অভিযান
বৃহস্পতিবার ( ১০ মার্চ ) সকালে মাদারীপুর পৌরসভা চত্ত্বরে এ খাদ্য শস্য বিতরণ কর্মসুচীর আয়োজন করা হয়।
মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ উপস্থিত থেকে এ খাদ্য শস্য বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব খোন্দকার আবু আহমেদ মো: ফিরোজ ইলিয়াস, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: রাজিব মাহমুদ কাওসার, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বি এম আবুল বাশারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
আরও পড়ুন:বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম
পরে জাটকা আহরণে বিরত থাকা ৫০ জন জেলের মাঝে ৪০ কেজি করে ভিজিএফ এর খাদ্য শস্য বিতরণ করা হয়।
সান নিউজ/ এইচএন