টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর বাজারে লিটন ও মোশারফ নামের দুই ব্যবসায়ীর গোডাউন থেকে ১০২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
আরও পড়ুন: কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৪
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেমনগর বাজারে দুই চাল ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১০২ বস্তা চাল জব্দ করা হয়। এতে চাল ব্যবসায়ী লিটনের গোডাউন থেকে ৭৪ বস্তা, অপর ব্যবসায়ী মোশারফের গোডাউন থেকে ২৮ বস্তা চাল জব্দ করা হয়। এঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, চালগুলো কোন ডিলারের সেটা জানা যায়নি। উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
সাননিউজ/জেএস