রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি ট্রাক তল্লাশি চালিয়ে থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৮ মার্চ) মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মো. মামুন অর রশিদ, মো. ইসহাক আলী, ট্রাকচালক লাল মোহাম্মদ ও তার সহকারী দিগ্রাম লাইনপাড়ার মো. আরমান আলী।
আরও পড়ুন: মাদারীপুরে খাদ্য ও বাসস্থান সংকটে কমেছে বানর
মো. আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া উপজেলার শিরোইল দোশর মণ্ডলের মোড় এলাকা থেকে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য মো. মামুন আর রশিদকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালায়।
এসময় একটি ট্রাক তল্লাশি করে চালকের আসনের নিচে থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেফতার করে ট্রাকটি জব্দ করা হয়।
সাননিউজ/জেএস