ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নকল সেমাই ও টিসিবির সয়াবিন তেল অবৈধভাবে মজুতের দায়ে জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান পৌর এলাকার ভাদুঘরের শান্তিনগরে মেসার্স জসিম এন্টারপ্রাইজের মালিককে এ জরিমানা করেন।
আরও পড়ুন: হবিগঞ্জে তিন পুলিশ বরখাস্ত
মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী জসিম উদ্দিন নকল সেমাই বাজারজাত করে আসছিলেন। এছাড়া অভিযানের সময় তার দোকানে অবৈধভাবে টিসিবির তেল মজুত পাওয়া যায়। ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
সাননিউজ/জেএস