আমিরুল হক, নীলফামারী: টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য-এই প্রতিবাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব নারী দিবস পালন করা হয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার আরও এক জেনারেল নিহত
মঙ্গলবার (৮ মার্চ) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলি বেগম, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক ইসমত জেরিন, সৈয়দপুর সন্মিলিত শিল্পী সমিতির সভাপতি হোসনে আরা লিপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক, শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃতি করেন।