বিভাষ দত্ত: রাজধানীর বাড্ডা থেকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আরও পড়ুন:নারী-পুরুষের সমতা গড়বে টেকসই ভবিষ্যত
মঙ্গলবার (৮ মার্চ ) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। গ্রেফতার খন্দকার মোহতেসাম হোসেন বাবর ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, মঙ্গলবারই তাকে আদালত উপস্থাপন করা হয়। তবে রিমান্ড চাওয়া হয়নি বলেও জানান তিনি।
এর আগে গত বছরের ২৬ জুন দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। পরে গত ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার আসামিরা হলেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, খোন্দকার মোহতেশাম হোসেন বাবর, এএইচএম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মুহাম্মদ আলি মিনার এবং তারিকুল ইসলাম ওরফে নাসিম।
আরও পড়ুন:গ্যাস বন্ধ করে দিবে রাশিয়া
আসামিদের মধ্যে মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম পলাতক রয়েছেন এবং আগামী ২৪ মার্চ এ মামলার ১০ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানি দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালত এ তারিখ নির্ধারণ করেন।
সান নিউজ/ এমকেএইচ