কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে চাঁদার দাবিতে এক অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে। চাকুরি থেকে অবসরে যাওয়ার বিদায়ী অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মারধরের শিকার হন তিনি।
আরও পড়ুন: রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক
ভূক্তভোগী ওই অধ্যক্ষের নাম একরাম উদ্দিন (৬০)। তিনি চিলমারী সিনিয়র মাদরাসার সদ্য বিদায়ী অধ্যক্ষ। এ ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা দায়ের করেছেন তিনি।
মামলা সূত্রে জানা গেছে, ওই উপজেলার আকন্দপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন ব্যাপারীর পুত্র একরাম উদ্দিন দীর্ঘদিন ধরে চিলমারী সিনিয়র আলিম মাদরাসায় সুনামের সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। গত ২-৩ মাস পূর্বে ওই মাদরাসায় ৪ জন কর্মচারীর নিয়োগ সম্পন্ন হয়। এতে বাঁধ সাধেন স্থানীয় প্রভাবশালী হাফিজুর রহমান, হাসিবুর রহমান, শিবলী মিয়া ও তাদের পক্ষের লোকজন।
দুস্কৃতিকারীরা নিয়োগ বাবদ ওই অধ্যক্ষের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এতে ব্যর্থ হলে গত ২৮ ফেব্রুয়ারি ওই অধ্যক্ষ চাকুরি থেকে অবসরের বিদায়ী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে, শহরের এলএসডি মোড়ে পৌঁছালে অধ্যক্ষকে পথরোধ করে দুর্বৃত্তরা। এসময় তারা পূনরায় চাঁদার টাকা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে অসীকৃতি জানালে একপর্যায়ে অধ্যক্ষকে বেধড়ক মারপিট করেন তারা।
আরও পড়ুন: জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
এসময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গত ২ মার্চ ওই অধ্যক্ষ বাদি হয়ে হাফিজুর রহমানসহ ৫ জনকে আসামী করে চিলমারী মডেল থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, আসামী ধরার প্রক্রিয়া চলছে।
সান নিউজ/এনকে