সান নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়ায় স্ত্রী রিপা আক্তারকে (৩৫) গলা কেটে হত্যা করেছেন স্বামী। অভিযুক্ত স্বামীর নাম আব্দুল হামিদ মিল্টন। তিনি পৌর শহরের ষোলোঘরের বাসিন্দা।
আরও পড়ুন:ফের মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা
রোববার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে র্যাব।
স্থানী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ দিন আগে পৌর শহরের পশ্চিম তেঘরিয়ার (রংধনু-৭, রোড নং ৫) ফজলুর রহমানের বাসা ভাড়া নিয়ে পরিবারসহ ওঠেন মিল্টন। তিনি শহরে সিএনজি চালাতেন। পারিবারিক কলহের জেরে রোববার বেলা সাড়ে ১১টায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেন স্বামী আব্দুল হামিদ মিল্টন।
বাড়ির মালিক ফজলুর রহমানের ছেলে সৈয়দ আরিফুর রহমান বলেন, এখানে আমাদের ভাড়াটিয়া ছিল। সকালে আরেক ভাড়াটিয়া এসে খবর দেয় তাদের বাসায় কী যেন সমস্যা হয়েছে। গিয়ে দেখি স্ত্রী রিপা আক্তার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এটা দেখে ৯৯৯ কল দেওয়ার পর হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরে রিপাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:জায়েদকে বিজয়ী ঘোষণার রায় স্থগিত
এদিকে ঘটনার পর অভিযুক্ত স্বামী আব্দুল হামিদ মিল্টন পালানোর চেষ্টার সময় মল্লিকপুর এলাকার নতুন বাস স্টেশন থেকে তাকে আটক করে সুনামগঞ্জ র্যাব।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন বলেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের মোবাইল টিম যায়। সেখানে গিয়ে রিপা আক্তারকে রক্তাক্ত অবস্থায় দেখে। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাননিউজ/এমআরএস