কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাটাগর দেওয়ান শাগেরশাহ্ মাজারের নিকট থেকে শনিবার বিকালে মো. ইব্রাহিম শেখ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৫ পিস ইয়াবাসহ স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আরও পড়ুন:বাজে ফিল্ডিং নিয়ে হতাশ পাপন
রোববার (৬ মার্চ) এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের মৃত আকমল হত্যা মামলার বাদী তার ছেলে মো.ইব্রাহিম শেখ (২৩) শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রূপাপাত ইউনিয়নের কাটাগর দেওয়ান শাগেরশাহ্ মাজারের নিকট ঘোরাফেরা করছিলো। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করে তার শরীর তল্লাশি করলে প্যান্টের পকেটে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট পায়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে মাদকসহ ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে আসেন।
রোববার সকালে আটক ইব্রাহিমকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ডোপ টেস্ট করার জন্য নেওয়া হলে জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট ডা. কাজী আব্দুল্লাহ মারুফ নেগেটিভ রিপোর্ট দেন। এদিন দুপুরে বোয়ালমারী থানা পুলিশ মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।
আরও পড়ুন:প্রকাশ্যে এলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, ইব্রাহিমের নামে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ১০ (ক) ইয়াবা বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে মামলা হয়েছে। এর পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সাননিউজ/এমআরএস