কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের সালথায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকাল ৪টায় সালথা অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সালথা উপজেলা শাখা।
আরও পড়ুন: আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আলিম ব্যাপারী।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফিউদ্দিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ।
এছাড়া সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক এম. এম. মেহেদী হাসান লিটু।
আরও উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক উপ সম্পাদক মো. আমিনুর রহমান সোহেল, গণযোগাযোগ ও সাংবাদিকতা উপ-সম্পাদক তানভীর আক্তার শিপার, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ রবিন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমানসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।
আরও পড়ুন: বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই
সম্মলনে প্রধান অতিথি লাবু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত হয়েছে। শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্চাসেবক লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সান নিউজ/এমকেএইচ