ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবুল খায়ের মাহমুদ রাসেলের বিরুদ্ধে দুদক, বরিশাল বিভাগীয় কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনের কাছে অভিযোগ করেছেন স্থানীয় একজন বাসিন্দা।
আরও পড়ুন:দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা
অভিযোগে ডা: রাসেলের বরিশালে ৫ তলা বাড়ি নির্মাণ, স্বাস্থ্য কমপ্লেক্সের গাছ কেটে বিক্রয়, রোগীদের সাথে দুর্ব্যবহার, সরকারি বরাদ্দ গাড়ির অপব্যবহার, সরকারি বাসভবনের দুটি ফ্ল্যাট ব্যবহার করলেও ১টির ভাড়া কর্তন, কমপ্লেক্সের বাস ভবনে রোগী দেখে ফি নেয়া, তার গাড়ি চালকের জরুরী বিভাগে রোগীদের সেবা দেয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগে অভিযোগকারী বশির উদ্দিন খলিফা উল্লেখ করেন, ডা: রাসেল বরিশাল দক্ষিন আলেকান্দায় নিজ নামে ক্রয়কৃত ৪.১৫ শতাংশ জমিতে বহুতল ভবন নির্মাণ করেন। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এদিকে ডা: রাসেলের বরিশালের বহুতল ভবনের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দুদকে অভিযোগকারী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা: রাসেলের বহুতল ভবনের ছকি দেখে এবং রাজাপুরে স্বাস্থ্য বিভাগে তার নানা দূর্নীতি ও অনিয়মের বিষয় আমার দৃষ্টিগোচর হলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই অভিযোগ দায়ের করি।
অন্যদিকে ডা: রাসেল বলেন, দুটি ফ্ল্যাটের একটিতে আমার বাসা। অপরটিতে আমার চেম্বার। একটি ফ্ল্যাটের ভাড়া আমি দেই। হাসপাতালের গাছ কেটে ব্যাক্তিগত বাড়িতে নেইনি ।
আরও পড়ুন:পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ
এ বিষয় ঝালকাঠি সিভিল সার্জন শিহাব উদ্দিন বলেন, আমি এখনও কোন অভিযোগ হাতে পাইনি, পেলে খতিয়ে দেখব।
সাননিউজ/এমআরএস