মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পলক অটিজম স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে থেরাপি চিকিৎসা সেবা, হুইল চেয়ার বই ও কম্বল বিতরণ হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে পৌরসভার মুন্সীরহাট সংলগ্ন পলক অটিজম স্কুলে চিকিৎসা, হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়৷
পলক অটিজম স্কুলের সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির শাহিন মিজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরেগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী সিরাজুল হক।
এ সময় স্কুলের প্রধান শিক্ষক দিলো হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালেক্টরেট কিশোলয় স্কুলের প্রধান শিক্ষক খালেদা খানম, জেলা স্কাউটস কমিশনার নাজমা চৌধুরি, অ্যাডভোকেট মুজিবুর রহমান শেখ, পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, প্রতিষ্ঠাতা নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, স্কুলটি এগিয়ে নিতে সদর উলজেলা প্রশাসন থেকে সহযোগিতা করবেন।
সান নিউজ/এমকেএইচ