নিজস্ব প্রতিবেদক: ভারত সরকারের মন্ত্রীসহ ৪২ সদস্যের প্রতিনিধিদল নাটোরের রাজবাড়ি পরিদর্শন করেছেন। পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় সন্ধ্যায় নাটোর উত্তরা গণভবনে এক সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠানে যোগ দেবেন অতিথিরা।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভারত সরকারের মন্ত্রীসহ প্রতিনিধিদল নাটোর রাণীভবানী রাজবাড়িতে শ্যাম সুন্দর মন্দিরে পূজা অর্চণায় অংশ নেন। পরে রাজবাড়ির রাজপ্রাসাদসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ, ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাই স্বামীসহ অনেকে।
এর আগে দুপুর দেড়টায় ভারত সরকারের ত্রিপুরা রাজ্য মন্ত্রী শ্রী রাম প্রসাদ পালসহ অভিনেতা, শিল্পী, কবি, সাংবাদিকসহ প্রতিনিধি দল নাটোরে এসে পৌঁছায়।
সাননিউজ/এমআরএস