আমিরুল হক, নীলফামারী: সৈয়দপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু ওরফে জঞ্জালু বাবুকে (৫৫) এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে তাকে আটক করে। সে শহরের ওয়াপদা হাজীপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ভারপ্রাপ্ত পরিদর্শক আশরাফুল হক জানান, জঞ্জালু বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অনেক চেষ্টা করেও তাকে ধরা যাচ্ছিল না। কারন সে স্থান পরিবর্তন করে মাদক বিক্রি করে। ওই দিন গোপন সংবাদে জানতে পারি সে নিজ বাড়িতে অবস্থান করছে। সাথে সাথে সহকারী উপ-পরিদর্শক অভিক দাসের নেতুত্বে একটি রেইডিং টিম (আভিযানিক দল) অভিযান চালায়।
এসময় বাড়ি ঘেড়াও করে তল্লাশী চালিয়ে জঞ্জালু বাবুকে শোয়ার ঘর থেকে আটকসহ ওই পমিান গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাকে থানায় হস্থান্তর করে মাদকদ্ররব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, আটক বাবু ওরফে জঞ্জালু বাবুর নামে ওই দিনেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়।
সান নিউজ/এনকে