কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থী মাহজাবিন তুবার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মিঠিপর বাজার সংলগ্ন মাতৃছায়া স্কুল চত্বরে তুবা'র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। বিশেষ অতিথি উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, ইউপি সদস্য গোলাম হোসেন, দৈনিক কালের কণ্ঠ‘র উলিপুর প্রতিনিধি রোকনুজ্জামান মানু, সাদুল্যা সরকার পাড়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মোখলেছুর রহমান।
এছাড়াও মাতৃছায়া স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিকেত মাসুম করিম, পরিচালক কাঞ্চন বর্মন, উপ পরিচালক অনুকূল বর্মন, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হক, শিশু তুবার বাবার আলহাজ্ব রেজাউল করিম ও মা চম্পা বেগম সহ তার সহপাঠিরা উপস্থিত ছিলেন।
স্কুল কর্তৃপক্ষ দিনটিকে বিশেষভাবে স্মরণ করার জন্য অনলাইন ভিত্তিক কবিতা আবৃত্তি ও প্রতিযোগিতামুলুক অনুষ্ঠানের আযোজন করে এবং বিজয়ীদের পুরস্কৃত করে।
আরও পড়ুন: পুতিনকে জিনিয়াস বললেন ট্রাম্প
উল্লেখ্য, গত ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাতৃছায়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মারা যায় শিশুটি। সেই থেকে প্রতিবছর স্কুল কর্তৃপক্ষ তুবার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে আসছে।
সান নিউজ/এমকেএইচ